স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একাধিক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান মুকুলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই অমিতাভসহ একদল পুলিশ শহরের কলেজ কোয়ার্টার এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল মতিন চৌধুরীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ প্রতরণার মামলার একাধিক পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com