নবীগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ হয়ে নবীগঞ্জ-শেরপুর (আউশকান্দি) আঞ্চলিক মহাসড়কের ১৮তম কি.মি হতে ৪৯তম কি.মি পর্যন্ত বিটুমিনাস সার্ফেসিং কাজের উদ্বোধন করেছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি। শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ-আউকান্দি সড়কের ডেবনা ব্রীজের সংলগ্ন স্থানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন করে বিশ^ রেকর্ড সৃষ্টি করেছেন। আজ দেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, ওসি মোহাম্মদ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, দুলাল আহমদ, নুর মিয়া, ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল, আব্দুল মুকিত প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com