স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তথা জেলাবাসীর কাছে পরিচিত আনিস ক্বারী হুজুর (মাওলানা আনিসুর রহমান) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার জিকুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, আনিস কারী হুজুর দীর্ঘদিন যাবত বিভিন্ন মসজিদে ইমাম ও বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি জেলায় একজন ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়- মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার ছেলে নুরুল হক সিলেট ইবনে সিনা হাসপাতালের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভূগছিলেন। মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকাল ৩টায় উবাহাটা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ইউপি চেয়ারম্যান রজব আলী, সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান কাউছার বাহার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল আহমেদ লিটন প্রমুখ।