স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের নাতিরাবাদ থেকে আমির হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় ওই অফিসের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com