স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কুখ্যাত চোর নজরুল খান (৩৫) অবশেষে বাহুবলে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাহুবল থানার পুলিশ ভুগলী গ্রামে ডাকাতদের আস্তানা থেকে নজরুলকে গ্রেফতার করে। সে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র।
পুুলিশ জানায়, তার বিরুদ্ধে গাড়ী মোটর সাইকেলসহ বিভিন্ন চুরি-ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বাহুবলের একটি ডাকাতির প্রস্তুতি মামলার আসামী। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও চুরি ডাকাতির তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com