হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র রাজনগরে অবস্থিত ঐতিহ্যবাহী আল-আমীন ইসলামী একাডেমীর বার্ষিক দোয়া, পুরস্কার বিতরণী ও সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০টায় একাডেমীর পরিচালক আলহাজ¦ হাফেজ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন রাজধানী ডেকোরেটার্সের স্বত্ত্বাধিকারী আলহাজ¦ নাসির উদ্দিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মোত্তালিব মমরাজসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আল-আমীন ইসলামী একাডেমীর সহকারি পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাসরুর মারজান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী প্রজন্মের উদ্দেশ্যে বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা-ইংরেজী ও ধর্মীয় শিক্ষার সমন্বয় থাকায় যেসব ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করবে তারা কখনো ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে সমাজে প্রচলিত অনাচার, অবিচার কিংবা মাদকাসক্ত হবে না।
উল্লেখ্য, মেয়র মিজানুর রহমান মিজান একাডেমীর সার্বিক উন্নয়নের স্বার্থে নগদ ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। একাডেমীর পক্ষ থেকে সভাপতি প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্লে-৫ম শ্রেণি পর্যন্ত যারা ২০১৮ইং শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। সর্বশেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com