স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে চান্দের গাড়ীর চাপায় চাঁদনী নামে ৬ বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার নুরপুর (ইকরাম শাহ মাজার) এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার কন্যা ও স্থানীয় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আছকির মিয়া জানান, গতকাল ওই সময়ে চাঁদনী রাস্তার পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় চান্দের গাড়ী একটি লেগুনা গাড়ীকে ওভারটেক করতে গিয়ে ফুটপাতে থাকা চাঁদনীকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com