জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ’ উদযাপনের লক্ষ্যে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১০-২০২১ সালে ‘মুজিব বর্ষ’ পালনের কর্মসূচি সম্পর্কে মতামত ও পরামর্শ উপস্থাপিত হয়। মেয়র মিজানুর রহমান মিজান বলেন, যার জন্ম না হলে এ দেশের জন্ম হতো না সেই জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমরা এমনভাবে পালন করতে চাই যা’ চিরস্মরণীয় হয়ে থাকে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, রোটারিয়ান ফনীভূষন দাসসহ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন, সমাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আগামী ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে পালিত হবে ‘মুজিব বর্ষ’। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com