সেলিম সিদ্দিকী সভাপতি ও আব্দুল্লাহ সম্পাদক পুননির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বুধবার স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও ব্যাংকার শাহ জয়নাল আবেদীন রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি স্মারকগ্রন্থ ‘‘ব্যাংকার্স ভুবন” এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে ৬ জন কৃতি শিক্ষার্থী-অভিভাবককে সংবর্ধনা, ১১ জন আজীবন সদস্যকে সম্মাননা ও ৯ জন সাবেক সভাপতি-সাধারণ সম্পাদককে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ শাহজাহান, জনতা ব্যাংকের ডিজিএম খন্দকার মোঃ ওবায়দুর রহমান, কৃষি ব্যাংকের সিআরএম কাজী কাওছার আহমাদ, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি দুলন কান্তি চক্রবর্তী, সাবেক সভাপতি অনিল চন্দ্র গোপ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এসোসিয়েশনের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ ও আজীবন সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ মোঃ ওয়ালী উল্লাহ। ২য় পর্বে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় প্রতিবেদন ও গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবনা পেশ করেন। উপস্থাপিত প্রতিবেদন ও প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আজীবন সদস্য ফরিদ উদ্দিনের নেতৃত্বে সাবজেক্ট কমিটি ২০১৯-২০ মেয়াদের জন্য সোনালী ব্যাংকের ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকীকে সভাপতি, ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ মোঃ ওয়ালি উল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার মোঃ আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক, শাহজালাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান জাহানকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের খসড়া প্রস্তাব পেশ করেন এবং কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ব্যাংকারদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ কর্মজীবনের শুরুতে আমি একজন ব্যাংকার হিসাবে চাকরি করেছি। হবিগঞ্জে এসে ব্যাংকারদের এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে খুবই আনন্দিত। এই সম্পর্ক যেন আমরা একে অপরের কল্যাণে কাজে লাগাতে পারি। তাহলে আমাদের কর্মজীনের স্বার্থকতা আসবে।