স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ সদরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় রান্টুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলো পৌর এলাকার আজিমনগর গ্রামের মৃত কিরফল মিয়ার পুত্র রান্টু (৩২) মৃত আহাদ মিয়ার পুত্র শিবলু (৩৫), হেলাল মিয়ার পুত্র তমাল (২০), শরীফ নগর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার পুত্র সেলিম (৩২)। পৌর এলাকার জগৎজ্যোতি দাস বীর উত্তম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্টু, শিবলু, সেলিম তিন দিনের তবলীগ জামাত শেষে জলসুখা ইউনিয়নে বৃহস্পতিবার সকালে একটি মোটর সাইকেলযোগে আজমিরীগঞ্জ সদরে আসার জন্য রওনা দেন। সকাল ৭টায় পৌর এলাকার জগৎজ্যোতি বীর উত্তম মোড়ে আসামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ওই মোটর সাইকেলের চালক তমালসহ উল্লেখিরা আহত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com