স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এক সদস্য এইচআইভি আক্রান্ত। তিনি বর্তমানে চিকিৎসাধীন। যদি কেউ এইচআইভি আক্রান্ত হয়ে চিকিৎসা না নেন তবে ৫ বছরের মধ্যে মারা যাবেন। প্রায়োটাইজড্ এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এমং কি পপুলেশন ইন বাংলাদেশ দি গ্লোবাল ফান্ড প্রজেক্টের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। বাধন হিজরা সংঘ হবিগঞ্জ (সাবডিআইসির) ইনচার্জ জহিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা বদরুদ্দিন আহমেদ। এতে সাংবাদিক, সমাজকর্মী, এনজিও কর্মী, হিজরা প্রতিনিধি, ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন- এইচআইভি সাধারণত অনিয়মতান্ত্রিক যৌন মিলন, অরক্ষিত রক্ত আদান-প্রদান, সিরিজ সঠিক ব্যবহার না করা, এইচআইভি আক্রান্ত মা থেকে শিশুদের মধ্যে এই ভাইরাস ছড়ায়। তিনি বলেন- এ থেকে মুক্তি পেতে হলে অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় অনুশাসন মানতে হবে। রক্ত গ্রহনের সময় সঠিক পদ্ধতিতে পরীক্ষা করে গ্রহন করতে হবে। সভায় বক্তারা বলেন- বাধন হিজরা সংঘ ২০১০ সাল থেকে হবিগঞ্জে এইচআইভি এইডস্ প্রতিরোধ কার্যক্রমে কাজ করছে। এ কার্যক্রমের ফলে জনসাধারণ ও হিজরা জনগোষ্ঠির মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য তারা আহ্বান জানান।
বাধন হিজরা সংঘের মতবিনিময় সভায় তথ্য প্রকাশ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com