স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে (৩৫) ৪শ’ পিস ইয়াবা আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের এসআই দেবাশিষ দাসের নেতৃত্বে একদল পুলিশ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সেলিম ও তার দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ডিবি পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে সেলিমকে আটক করে। সে বড় বহুলা গ্রামের মৃত মশ^ব আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি ২নং পুল সানাই কমিউনিটি সেন্টারের সামনে সেলিমের ভাই নুর আলম ও শাহ আলমের উদ্যোগে বিশাল মাদক বিরোধী সমাবেশ হয় কিন্তু তাদের ভাই সেলিম মাদক ব্যবসা করায় এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এসআই দেবাশিষ বাদী হয়ে মাদক আইনে সেলিমকে প্রধান করে অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com