এসএম সুরুজ আলী ॥ নতুন সড়ক পরিবহন আইন, ২০১৮ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করছে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল পয়েন্টে শহরের বিভিন্ন যানবাহন মালিক, শ্রমিক ও চালকদের মধ্যে হবিগঞ্জের পুলিশ মোহাম্মদ উল্ল্যা’র নেতৃত্বে ট্রাফিক পুলিশের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুরিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ দেওয়ান, টিএসআই মোঃ মোশারফ হোসেন ও সার্জেন্ট আল আমিন প্রমূখ। এ সময় পুলিশ সুপার সড়কে পরিবহনের চালক, যাত্রী, মোটর সাইকেল আরোহীসহ সকলের নিরাপত্তার স্বার্থে আইন মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ প্রণয়নের এক বছরেরও বেশি সময় পর এটি বাস্তবায়ন শুরু হয়ছে। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়নে যায়নি সরকার। ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সড়কে আইন লঙ্ঘন করলে নতুন আইনে সাজা দেয়া হবে। ১ নভেম্বর থেকে আইনটি চালু হলেও প্রথম সাত দিন মামলা থেকে বিরত থাকার ঘোষণা দেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। এই সাত দিন ট্রাফিক বিভাগ প্রচারের দায়িত্ব পালন করবে। অন্যান্য সকল জেলার মতো হবিগঞ্জ ট্রাফিক বিভাগ ৭ম দিনের মতো ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ গণসচেতনতা মূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com