স্টাফ রিপোর্টার ॥ ব্রিজ নির্মাণ কাজে অনিয়মের আশ্রয় নেয়ায় নির্মাণের ৪ বছরের মধ্যে ভেঙ্গে যাচ্ছে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বলাকান্দি ব্রিজটি। ব্রিজের নিচের স্থানটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় পথচারীরাসহ পরিবহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। গতকাল ওই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ব্রিজটির দূরাবস্থা সরেজমিনে অবস্থা দেখা যায়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজে নি¤œমানের বালু ও কংক্রিট ব্যবহার করেছেন। যে পরিমাণ ও ওজনের রড ব্যবহার করার কথা সেই পরিমাণ রড ব্যবহার না করে ব্রিজ নির্মাণ করেছেন। যার ফলে ব্রিজের নিচের দিকে ভাঙ্গন ধরেছে। শুধু ব্রিজই নয়, ব্রিজ সংলগ্ন রাস্তার কাছে কম রড, নি¤œমানের সিমেন্ট ও কংক্রিট ব্যবহার করার ফলে রাস্তাটি নির্মাণের ২ বছরের মাথায়ই ভেঙ্গে যেতে থাকে। গতকাল সরেজমিনে এ প্রতিনিধি রাস্তার করুণ দৃশ্য দেখেন। গতরাতে এক সরকারি কর্মকর্তা ব্রিজটি দিয়ে যাতায়াতের সময় মরণফাঁদ দেখে ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে লাখাই থানা পুলিশের ফেসবুক আইডিতে ব্রিজটির করুণ চিত্র তুলে ধরেন ওসি। লাখাই থানার ফেসবুক আইডিতে মন্তব্য করা হয়, ব্রিজটির অবস্থা ভাল নয়, যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। থানা কর্তৃপক্ষ আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটির ব্যাপারে সদয় দৃষ্টি দেবেন। এদিকে স্থানীয় লোকজন ব্রিজটি সরেমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।