স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির উদ্যোগে “শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের একদশক” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিলেটস্থ হোটেল নির্ভানা ইন এ এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন আহমেদ সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল। সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই নতুন নতুন শিল্প উদ্যোক্তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন। বর্তমান সরকারের এই আন্তরিকতার ফলেই হবিগঞ্জের অলিপুরসহ বিভিন্ন স্থানে গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com