বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে শাস্তির প্রতিবাদে হবিগঞ্জ শহরে ক্রিকেট ভক্ত, শুভানুধ্যায়ী এবং ক্রীড়া সংগঠকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আইজেন নিহান শাহনূর শাহ্ এর সভাপতিত্বে ‘নো সাকিব, নো ক্রিকেট, ক্রিকেটের অপর নাম সাকিব, শ্লোগান দিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিক্ষোভ প্রদর্শন করে আইসিসি ঘোষিত রায় প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে বিশ্ববরেণ্য এই ক্রিকেটারের শাস্তি মওকুফ করা না হলে সারা দেশেই বিক্ষোভ অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com