মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ সদরের তেঘরিয়া ও বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রামে পৃথক সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সিমেরগাওয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের রেনু মিয়ার সাথে আবুল খায়েরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেটাবিদ্ধ করিম মিয়া (৫৫), রেনু মিয়া (৬০), কবির মিয়া (৪০), আবুল খায়েরকে (৪৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
অপরদিকে, বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শহিদ মিয়া (৫০), সুনাই মিয়া (৩৮), ফিরুজ মিয়া (৬৫), শাহ্ আলম (১৪), কবির মিয়া (৩০), সাজন মিয়া (৪০)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। সূত্র জানায়, ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের শহিদ মিয়া ও ফিরোজ মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে।