মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ৩নং সেকশন এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় রিপন শুদ্ধ সবর (২০) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তেলিয়াপাড়া পুরাতন লাইন বস্তির মৃত মহেশ শুদ্ধ সবর এর ছেলে। বৃহস্পতিবার বিকাল ৩টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রকিবুল হাসান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়- স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাছে ঝুলন্ত অবস্থায় রিপনের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে রিপন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com