এসএম সুরুজ আলী ॥ উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান হবিগঞ্জে নয়া জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জে দায়িত্ব নিয়ে তিনি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সরকার ও হবিগঞ্জবাসীর কল্যাণে যেসব কাজ করা প্রয়োজন আমি তা করবো। এ জন্য প্রশাসনসহ সকলকে আমাকেও সহযোগিতা করতে হবে। ময়মনসিংহের কৃতি সন্তান মোহাম্মদ কামরুল হাসান এখানে যোগদানের পূর্বে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া ও জামালপুরের মেলান্দহ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রী পরিষদের সিনিয়র সহকারি সচিব ও উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৩ সালে গাইবান্ধা কালেক্টরেটে চাকরি করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাস্টার্স করেন। তিনি বিসিএস একুশতম ক্যাডারের কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মাহমুদুল কবীর মুরাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলী এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কামরুল হাসানকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।