জীবনে অনেক বড় হও। আলোকিত মানুষ হয়ে চারদিক আলোকিত কর। আলোকিত কর আখনজী পরিবারকেও। কর্মে, মননে মানুষিকতায় এগিয়ে যাও সবার আগে। দোয়া কামনায় আব্বু, আম্মু, বড় ফুফী, মেজ ফুফী, জার্মানী ফুফী, লন্ডনী ফুফী, ফুফা, আমেরিকান ফুফী, ফুফা, চাচ্চু, বউ মনি, এএসপি চাচ্চু, সুপর্না ফুফী, সূচনা ফুফী, নাঈমা আপু, সুহাস ভাইয়া, আদিল ভাইয়া, সিয়াম ভাইয়া, সাইয়ান ভাইয়া, সিনা আপু ও সিমি আপু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com