চুনারুঘাট প্রতিনিধি ॥ মরহুম আসকর আলী লন্ডনী শিক্ষা ট্রাস্টের অর্থায়নে চুনারুঘাট কিন্ডার গার্টেন এসাসিয়েশেন কর্তৃক ৩১টি কিন্ডার গার্টেনে ২০১৮ইং সনের ১ম থেকে ৪র্থ শ্রেণীর ১৮৯ জন ছাত্রছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গত বুধবার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোঃ গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ জামাল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বাবু, মুন্সি জামাল উদ্দিন, ট্রাস্টের সহাসচিব ডাঃ মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান পাপন প্রমূখ।
উল্লেখ্য, ২০১৮ সনের চুনারুঘাট কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক ৩১টি স্কুলের ৫ শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে টেলেন্টপুলে ৯১ জন ও সাধারণ গ্রেডে ৯৮ জন বৃত্তি পায়। ২০০৮ সাল থেকে মরহুম আসকর আলী শিক্ষা ট্রাস্টের অর্থায়নে এ ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান চলে আসছে। আগামী বছর মার্চ মাসে ১ যুগ পূর্তি উপলক্ষে ৩দিনব্যাপী ক্রেস্ট ও সনদ বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন গাজীউর রহমান গাজী।