৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় সুরবিতান ও ললিতকলা একাডেমিতে ‘হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন’ এর উদ্যোগে বিশেষ সাধারণ সভা ও বিশিষ্ট সমাজসেবক, ইউকে চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি মোঃ গাজিউর রহমান গাজী ও সুইডেন প্রবাসী মোঃ আব্দুল মন্নানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আখতারুজ্জামান তরপদার জামানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি কবি মনসুর আহমেদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সাবেক পিপি রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম শানু, অ্যাডভোকেট আব্দুল হাই, প্রাবন্ধিক সাইফুর রহমান কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ, সংগঠনের নির্বাহী তত্ত্বাবধায়ক অ্যাডভোকেট আতাউর রহমান রবিন, সাবেক ছাত্র নেতা আহাম্মদ ফারুক লিপু, ধামালি চুনারুঘাট এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার, বাসদ নেতা শফিকুল ইসলাম, অ্যাডভোকেট খলিলুর রহমান।
এ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুপক ঘোষ, খলিলুর রহমান, কামরুজ্জামান রুবেল, ফয়সাল আহমেদ তুষার, চৌধুরী নিহাদ ইশতিয়াক, ফুলমিয়া খন্দকার মায়া, সামছুল হক তালুকদার জুয়েল, সাইফুল রহমান জুমান, মাজিদুল ইসলাম সজিব প্রমুখ।
সভায় বক্তারা আগামী উৎসব নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com