রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ আজ শনিবার বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী বিথঙ্গলের আখড়া ও সাগরদীঘি পরিদর্শনে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। সকাল সাড়ে ১১টায় তিনি বিথঙ্গলের আখড়ার ভক্ত নিবাসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিথঙ্গল বড় আখড়া সংস্কার কমিটির সভাপতি সুকুমার দাস মোহন্ত গোঁসাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে বানিয়াচংবাসী আশায় বুক বেঁধে আছেন বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী সাগরদিঘীকে পর্যটনের জন্য কোনো সুখবর দিবেন তিনি। কারণ ১৯৯৭ সালের ১৯ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জনসভায় সাগরদিঘীকে পর্যটন কেন্দ্র করার জন্য ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পরেও প্রধানমন্ত্রীর দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাই এলাকাবাসী মনে করছেন- যেহেতু পর্যটন প্রতিমন্ত্রী আমাদের হবিগঞ্জের এবার হয়তো একটা কিছু হবে। পাশাপাশি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ যদি সুদৃষ্টি দেন তাহলে বিষয়টি খুবই সহজ হতে পারে। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে শুধু যে বানিয়াচং গ্রামের নামটি দেশ-বিদেশে ছড়িয়ে যাবে তাই নয়, এখান থেকে সরকারও আয় করতে পারবে কোটি কোটি টাকার রাজস্ব। প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সাগরদিঘী পরিদর্শন শেষে বানিয়াচং থানা পুলিশ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’র সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি কি বাস্তবায়ন হবে?
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com