আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের সাতগাঁও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্তি করায় এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। গতকাল সকালে এমপি’র বাসভবনে এসে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও নেতৃবৃন্দ আমেরিকায় জাতিসংঘের সাধারণ অধিবেশন সফলভাবে সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফেরায় এমপিকে অভিনন্দন জানান এবং মিষ্টি বিতরণ করেন। এ সময় এমপি মজিদ খান বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নজমুল হাসান, বদলপুর ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, কৃষি ব্যাংক কর্মকর্তা বিনয় ভূষন দাস, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দুলাল ভূইয়া, পিটুয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম ও মাকসুদুল আলম, ইউপি সদস্য ইউসুফ মিয়া, অটল কুমার দাস, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ জনি প্রমূখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com