স্টাফ রিপোর্টার ॥ অশ্লীলতা ও মাদকের ছড়াছড়ির মধ্যে চলছে চুনারুঘাটের ঐতিহ্যবাহী মুড়ারন্দের ফিরোজ শাহের ওরস। গত ৩ দিন ধরে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে আসছে এ ওরস নামে অশ্লীলতা। গত রাতে সরেজমিনে ঘুরে মাজার এলাকার কোথাও কোথাও ছোট-ছোট তাবু টাঙ্গিয়ে তার ভেতরে সুন্দরী রমনীদের নিয়ে মাদকদ্রব্য সেবন আর অশ্লীলতার চিত্রই লক্ষ্য করা যায়। এ প্রতিবেদক গোপন ক্যামেরায় অশ্লীলতার চিত্র ধারন করতে গেলে তেড়ে আসে সুন্দীর পাগলী। শুধু তাই নয়, মাজার এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে বিপদগামীদের। খদ্দেরদের কৌশলে ফুসলিয়ে নিয়ে যায় টিলার চুড়ায়। এ ওরসের অন্য আরেক গুরুত্বপূর্ণ আকর্ষণ হল সুন্দরী বাউল শিল্পী। দেশের বিভিন্ন স্থান থেকে আগত সুন্দরী নারী শিল্পীদের নিয়ে কাফেলা বসান পেশাদার ব্যবসায়ীরা। স্থানীয়দের সহযোগিতায় রাতভর এ কাফেলায় চলে টাকার ছড়াছড়ি। নিজেদের সনাক্তকৃত ভক্তদের মোবাইল ফোনে রাতের আয়োজনের কথা জানিয়ে দেন সুন্দরীরা। মুখে অতিরিক্ত প্রসাধনী, অশ্লীল পোষাক আর উগ্র পারফিউম-ই তাদের মূল আকর্ষণ।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মাজার প্রাঙ্গণে কোন ধরনের অশ্লীলতা ও মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষেধ। মাজারের শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষার্থে পুলিশ তৎপর। তবে অশালীন কোন কর্মকান্ডের তথ্য পেলে পুলিশ তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে সে যেই হোক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com