স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের পাশ^বর্তী সাতবর্গ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২০ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোররাতে ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কলেজ ছাত্র জাহিদ হাসান (২০), আমিনুল (১৯), অনন্ত বড়–য়া (২০), শামীম (১৮), রায়হান (১৯), পার্থিক আহমেদ (২০), আরিফ খান (১৮), সাফি (২০) ও কবির (২২)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে উল্লেখিত স্থানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com