স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ও উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে উপজেলা যুবলীগ আহ্বায়ক বাবলু রায়ের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, আক্তার হোসেন, মন্টু মিয়া, হাবিব মিয়া, অরুন কুমার তালুকদার, পীযুষ চৌধুরী, সালাহ উদ্দিন, ইউপি সদস্য রফিক মিয়া, কামিরুল হাসান, রেনু মিয়া, টিটু মিয়া, মোহন মিয়া, সৌরভ হাসান, দিলু মিয়া, আমিনুল মিয়া, মাহমুদুল হাসান, জামিনুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল যুবলীগ আহ্বায়ক বাবলু রায় ও যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইদানিং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। কুচক্রী মহলটি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে। তারা দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নেয়া হবে।
বক্তারা বলেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বরং যারা ষড়যন্ত্রে লিপ্ত তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com