এসএম সুরুজ আলী ॥ “পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হবে। সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফল করার জন্য আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম-সেবা)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com