চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গিলানীছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে বালু ভর্তি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত ফাতেমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
সূত্র জানায়, হলহলিয়া গ্রামের ময়না মিয়া ও রোমান মিয়া দীর্ঘদিন ধরে উল্লেখিত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ট্রাক এলাকার রাস্তা দিয়ে প্রতিনিয়ত আসা-যাওয়ার কারণে রাস্তা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। এতে সাধারণ লোকজন রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। রাস্তা দিয়ে সাধারণ লোকজনদের চলাচল করতে হলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে গতকাল চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত ফাতেমা গিলানীছড়ায় ময়না মিয়ার অবৈধ বালু উত্তোলনের স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বালু ভর্তি ১টি ট্রাকসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্ধ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com