স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে সাবাজ মিয়া (২২) নামে এক টমটম চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে নিজ ঘরের তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।
অপর একটি সূত্র জানায়, সাবাজ একই এলাকার জমির আলী নামে এক ব্যক্তির কাছ থেকে সম্প্রতি ৫ হাজার টাকা সুদে ধার নেয়। কিন্তু সময়মত টাকা পরিশোধ করতে না পারায় ওই টাকা চক্রবৃদ্ধি হারে ২০ হাজার টাকা পাওনা দাঁড়ায়। এদিকে, টমটম চালক সাবাজ মহাজনের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে সাবাজের মৃত্যুর খবর শুনে প্রতারক জমির আলী এলাকা থেকে সটকে পড়ে বলে জানা গেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com