স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় নিজস্ব ক্যাম্পাসে হেডওয়ে হাই স্কুল শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর বেগম খালেদা জুয়েল, কাউন্সিলর জুনায়েদ মিয়া। অনুষ্ঠানে ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক দেবো দাস। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com