স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও দরিদ্র অসুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করে এনজিও আশা। ডিভিশনাল অফিসার সাজেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার সৈয়দ আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শামছুজ্জামান। অন্যান্যের মাঝে বক্তৃতা করেন আশার পরিচালক এএসএম তৌহিদ, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ প্রমূখ। অনুষ্ঠানে ৯ জন কৃতি শিক্ষার্থীকে ৯৯ হাজার টাকা ও ৬ জন অসুস্থ দুঃস্থের মাঝে ৩৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com