হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ রাতের আঁধারে অলিপুর পুরাতন রাস্তাটি ভেঙ্গে ফেলেছে কতিপয় দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে সারাদিনের কর্মব্যস্ততার পর প্রশান্তির আশায় যখন সবাই ঘুমিয়ে পড়েন ঠিক তখনই কতিপয় দুর্বৃত্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে অলিপুর পুরাতন রাস্তাটি ভেঙ্গে ফেলে।
প্রসঙ্গত, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা থাকায় প্রতিদিন অলিপুর থেকে সুতাং,শাহজিবাজার, উচাইল, শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ, প্রাণ আরএফএল গ্রুপসহ বিভিন্ন এলাকার শতাধিক যানবাহন ও জনগণ চলাচলে দুর্ভোগের শিকার হন। আর জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে নবগঠিত ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাণ আরএফএল গ্রুপের নিজস্ব অর্থায়নে রাস্তাটি পুনঃসংস্কারের ব্যবস্থা করা হয়। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘব হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com