স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল এবং জহুর চান বিবি মহিলা কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার, মাদক, দাঙ্গা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় বিট পুলিশিং এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন, ভাল ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যেতে হবে। নিয়মিত স্কুলে গেলে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করা যায়। তিনি আরো বলেন, আজকাল শিক্ষার্থীরা স্কুল থেকে বাড়িতে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে গেমস্ খেলা নিয়ে ব্যস্তহয়ে পড়েন। এতে যেমন লেখাপড়ার ক্ষতি হয় তেমনি শিক্ষার্থীদের চোঁখের ক্ষতি হচ্ছে। তাই মোবাইল ফোনসহ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক, জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শায়েস্তাগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সচেতনতামূলক সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com