মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ ও বানিয়াচঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের চৌধুরী বাজার থেকে বাঁশ নিয়ে কামড়াপুর ব্রিজ পারাপারের সময় বাঁশের সাথে বিদ্যুতের তার জড়িয়ে পড়লে শাহাবউদ্দিন নামে এক শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবউদ্দিনকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মৃত্যুর কিছুক্ষণ পর স্বজনরা হাসপাতাল থেকে লাশ নিয়ে যায়। অপরদিকে মৃত্যুর খবর পেয়ে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাস হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করতে গেলে জানতে পারেন স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে। পরে পুলিশ বাড়ি থেকে লাশ এনে সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত শাহাবউদ্দিন বানিয়াচঙ্গ উপজেলার কুশিয়ারতলা গ্রামের মৃত নুর আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে কামড়াপুর ব্রিজ এলাকায় বাসা ভাড়া নিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিল।
অপরদিকে বানিয়াচঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাসই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীরের ছোট বোনের বিয়ে অনুষ্ঠান উপলক্ষে লাইটিংয়ের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গেলে জাহাঙ্গীর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবিদুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।