এসএম সুরুজ আলী ॥ আগামীকাল শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা মহিলা লীগ নেবৃবৃন্দ। প্রতিদিনই মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে ফোনে যোগাযোগ ও বাসা-বাড়িতে গিয়ে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। পাশাপাশি তারা নিজের পক্ষে সমর্থন পেতে কেন্দ্রীয় মহিলা লীগ নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে লবিং করছেন। এদিকে সম্মেলনকে সামনে রেখে মহিলা লীগ নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বাসভবনে প্রস্তুতি সভা করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সম্মেলন সফল করতে তিনি মহিলা লীগ নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন। মহিলা লীগের একটি সূত্র জানায়, এবারের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি জমিলা বেগমের সাথে কেউ প্রতিদ্বন্দ্বি করছেন না, তবে সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- জেলা মহিলা লীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম জলি, সদর উপজেলা মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট পারভীন আক্তার ও বানিয়াচং উপজেলা মহিলা লীগ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি। ১ম সাংগঠনিক সম্পাদক পদে জেলা পরিষদ সদস্য ফাতেমা-তুজ-জোহরা রীনা ও জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা লীগ নেতৃবৃন্দ জানান, সম্মেলনে নতুন নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে মহিলা লীগ আরো শক্তিশালী করতে চান তারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। এ ছাড়াও অতিথি হিসেবে মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।