মোহাম্মাদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ফয়সল খাঁন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ফয়সলকে আটক করে। এ সময় তার ২ ভাই কয়সর খান ও শাকিল খান পালিয়ে যায়। পরে পুলিশ শাকিল খানের একটি নাম্বার বিহীন পালসার মোটর সাইকেল জব্দ করে। আটক ফয়সল খাঁনের দেহ তল্লাশী করে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক ফয়সল খাঁন শহরতলীর বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, তারা ৩ ভাই মিলে দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। বহুবার তারা মাদকসহ আটক হলেও আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com