সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাখাই উপজেলার ৬৯টি পূজামন্ডপে ১০ লাখ ২১ হাজার ২শ’ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ অনুদান বিতরণ করেন। লাখাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত’র পরিচালনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ কেজি চাল বিক্রি করে ৯ হাজার ৮শ’ ও এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার টাকা করে প্রতিটি মন্ডপের জন্য দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলার সভাপতি অমিত ভট্টাচার্য। এ ছাড়াও লাখাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com