নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমপির বিশেষ বরাদ্দের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com