স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মামুন চৌধুরী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাজিদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক শামসুল হক আল মামুন, কার্যকরি কমিটির সদস্য আব্দুল হালীম, আব্দুর রউফ সেলিম, নজরুল ইসলাম (২), সাংবাদিক এম সজলু, কাজী মিজান, সাইদুর রহমান কুটি প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com