স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২০১৮-১৯ অর্থ বছরে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে ২৯১ জনকে বৃত্তি প্রদান করা হয়। যারা জিপিএ-৫ পেয়েছেন তাদেরকে ৬ হাজার, যারা জিপিএ-৪.৫০ পেয়েছেন তাদেরকে ৪ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫৯ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহানাজ পারভীন, জেলা বিএমএ’র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এস.এম মনিরুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মোঃ ফরিদ আহমেদ তালুকদার, মোঃ আসিক মিয়া, রৌশন আরা ভূঁইয়া, ফাতেমা-তুজ-জোহরা রীনা। তাছাড়াও জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।