মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর বাজারস্থ বস্ত্রমেলার স্বত্ত্বাধিকারী বিশিষ্ট কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরী সূত্র জানায়, ২৫ জুলাই দুপুরে দোকান হয়ে নবীগঞ্জ উপজেলার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন বলে বাসা থেকে বের হন। কিন্তু বিকেল ৩টায় অন্য একজনের মোবাইল নাম্বার থেকে গোপাল চন্দ্র দাস স্ত্রীর কাছে জানতে চান তার মোবাইলটি কি বাসায় রেখে গেছেন? তার আসতে দেরি হবে।
তারপর রাত ১২টার দিকে তিনি বাসায় ফিরে না আসলে তার স্ত্রী ওই নাম্বারে ফোন দিলে ওই ব্যক্তি জানান, তিনি নারায়নগঞ্জে বাস স্টেশনে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না। তারপর অনেক খোঁজাখুঁজির পর ২৬ জুলাই শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়, ডায়রী নং- ৯৪১। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com