স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গতকাল সকালে স্থানীয় রিচি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে দুটি প্যানেলে নির্বাচন হয়। জেলার আটটি উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়নের সচিবগণ তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে নুরুল হুদা-মাসুক প্যানেল ও বেলায়েত-শাহজাহান প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ব্যাপক প্রচারণা ও প্রার্থীদের সার্বিক প্রচেষ্টায় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। এতে জেলার ৭৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্র্বাচনে বিধান চক্রবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। ৩ বছর মেয়াদী নির্বাচনে বেলায়েত-শাহজাহান প্যানেল বিজয়ী হয়। এতে সভাপতি পদে বেলায়েত হোসেন, সহ-সভাপতি পদে স্বজল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রাসেন্দ্র কুমার দাশ, অর্থসম্পাদক বাবুল রায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রনতিশ চন্দ্র দাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম বিজয়ী হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com