স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল নির্মাণের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা প্রদান করছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল তৈরির জন্যও সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে জগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশে সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে। এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগীদের ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে। স্বাস্থ্যখাতে সব ধরনের দুর্নীতি বা অনিয়ম রোধে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। রোগীদের সেবার বিষয়ে চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। শনিবার সকালে বানিয়াচং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির সভাপতিত্বে ও ডা. সুবিমল চন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইউএইচও ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান। বক্তৃতা করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক, ব্যবস্থাপনা কমিটির সদস্য বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাস্টার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দেব, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোতাক্কিম বিশ্বাস, গোলাম কিবরিয়া নিলু, স্মৃতি চ্যাটার্জি কাজল, তোফায়েল রেজা সোহেল প্রমূখ।
প্রসঙ্গত, এমপি আব্দুল মজিদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় বানিয়াচং ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। সভায় আগামী ৩ সেপ্টেম্বর জমজমাট আয়োজনে ৫০ শয্যা হাসাপাতালের অবকাঠামোগত উন্নয়ন উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন হবে বানিয়াচং ৫০ শয্যা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com