স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর শহর প্রতিরক্ষা বাঁধের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরবর্তী ঝুকিপূর্ণ বাঁধ সংস্কার ও বাঁধে সোলার লাইট স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। শুক্রবার জেলা প্রশাসকের নির্দেশে খোয়াই নদীর কামড়াপুর পয়েন্ট থেকে পুরান বাজার পর্যন্ত বরাদ্দকৃত ৫টির মধ্যে ২টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই স্থাপন করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সম্প্রতি কামড়াপুর পয়েন্টে বাঁধের সংস্কার কাজ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এ সময় এলাকাবাসী জানান, বাঁধের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর থেকে প্রতিদিন বিকেল বেলা প্রচুর দর্শনার্থী নদীর পাড়ে বেড়াতে আসেন। সন্ধ্যা হলে দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা বোধ করেন। এছাড়া রাতের বেলা অনেক মানুষ নদী পাড়ের রাস্তাটি দিয়ে চলাচল করে। তাছাড়া রয়েছে দুর্বৃত্তদের ভয়। এ অবস্থায় বাঁধের উপর সড়কবাতি স্থাপনের দাবি জানালে তাৎক্ষনিক জেলা প্রশাসক ৫টি সোলার লাইট বরাদ্দ করেন।