‘গৃহস্থীই ছিল মোদের গৌরবময় পেশা’ কলামে হবিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ ওয়াহাব তুলে ধরেছেন গ্রাম-বাংলার ঐতিহ্যের কথা। তাঁর লেখা পড়লে আপনি হারিয়ে যাবেন ৩০, ৪০ কিংবা ৫০ বছর আগের হবিগঞ্জের গ্রামে। ৫০, ৬০ কিংবা ততোধিক বয়সী মানুষ তাঁর লেখা পড়ে নিঃসন্দেহে গ্রামে বাল্যকালের স্মৃতিতে ডুবে যাবেন। দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে ডাঃ এম এ ওয়াহাবের ‘গৃহস্থীই ছিল মোদের গৌরবময় পেশা’। এছাড়াও তাঁর লেখা পড়তে চোখ রাখুন হবিগঞ্জের মুখ পত্রিকায়।
দৈনিক হবিগঞ্জের মুখ পড়ার জন্য আপনার হকারকে বলুন। অথবা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পত্রিকা পৌঁছে দিব আপনার বাসা কিংবা অফিস ব্যবসা প্রতিষ্ঠানে।