স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংসদে বিরোধীদলীয় নেতা, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ১নং ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা জাপার ভারপ্রাপ্ত আহবায়ক মকছুদুজ্জামান খানের সভাপতিত্বে ও যুবসংহতি নেতা হবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম,জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ন-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের, জেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক শেখ জালাল, জেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব। বক্তব্য রাখেন উপজেলা জাপা নেতা আরশাদ হোসেন খান (বিবলু), পিয়ানুর আহমেদ হাসান, রবিউল আলম (রবি), নাসিম আহমেদ জামাল, এনায়েত হোসেন,জাপা নেতা সুরুজ আলী সর্দার, মনফর আলী মেম্বার, হাজী ময়না মিয়া, পান্ডব আলী মেম্বার, রহমত আলী, জাহাঙ্গীর আলম, ননী পাল, লেদু মিয়া, মোহাম্মদ আলী, আবুল মহসিন, মখলিছ মিয়া, যুবনেতা সহিদুর রহমান সবুজ, মাহমুদুল হাসান, রুবেল হুসেন, এলাজ উদ্দিন, নোমান মিয়া, হবিব খান, শানুর মিয়াসহ শতাধিক নেতাকর্মী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, স্বাধীনতার পরে পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের উন্নয়নের সূচনা করেছিলেন। তিনি বৃহত্তর সিলেট বিভাগ তথা হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। হবিগঞ্জ-বানিয়াচং রাস্তার উন্নয়নের যাত্রা পল্লীবন্ধু এরশাদই করেছিলেন। তিনি বানিয়াচঙ্গ এরশাদ হাইস্কুল (বর্তমানে আদর্শ উচ্চ বিদ্যালয়) প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে পল্লীবন্ধুর নাম পরবর্তন করে আদর্শ স্কুল হিসেবে নামকরণ করে। কিন্তু মানুষের হৃদয় থেকে পল্লীবন্ধুর নাম মুছতে পারেনি বিএনপি। তিনি আরো বলেন, পল্লীবন্ধু এরশাদ জাতীয় সংসদে সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের নামে সড়কের নামকরণের প্রস্তাব করেছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লীবন্ধুর প্রস্তাবে সমর্থন করেছিলেন। এছাড়াও তিনি হবিগঞ্জকে মহকুমা থেকে জেলা প্রতিষ্ঠা, সার্কিট হাউজ প্রতিষ্ঠাকরণসহ অসংখ্য রাস্তাঘাট, ব্রীজ কালভার্টের উন্নয়ন পল্লীবন্ধু করেছেন। পল্লীবন্ধুর নাম ইতিহাস থেকে কেউ মুছতে পারবেন না। তিনি পল্লীবন্ধু এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভাশেষে পল্লীবন্ধুর মাগফেরাত কামনা করে দোয়া করেন হাফেজ হারুনুর রশিদ।
এরশাদের মৃত্যুতে বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির শোকসভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com