বৃন্দাবন সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখা গঠনের লক্ষ্যে শুক্রবার দুপুর ১২টায় পুরান মুন্সেফী অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা শাওন মুন্ডার সভাপতিত্বে ও আদিত্য রায় সানীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা। অধিবেশনে বক্তাগণ বলেন, শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং বৃন্দাবন কলেজে প্রিলিমিনারি কোর্স চালু, শিক্ষক সংকট, ক্লাস রুম সংকট নিরসনসহ শিক্ষা অধিকার রক্ষার জন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। অধিবেশনে সর্বসম্মতিক্রমে শাওন মুন্ডাকে আহবায়ক এবং আদিত্য রায় সানিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ফখরুল ইসলাম, সাদিকুন্নাহার দোলেন, তমাল দেবনাথ, জয় চক্রবর্তী, শ্রীপ্রসাদ চৌহান, আরিফ, শ্রাবনী রবি দাস, মিশন রায়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com