স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ১টায় দানিয়ালপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। সে শহরতলীর বহুলা গ্রামের তৈয়ব আলীর পুত্র।
অপরদিকে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রাম থেকে মৃত আছত আলীর পুত্র মন্নর আলীকে (৫৫) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও সহকারী এএসআই সিদ্দিকুর রহমানসহ একদল সিপাহী।
পরে আটক মাদক ব্যবসায়ী মন্নর আলীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com