‘তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি’ এই শ্লোগান নিয়ে বিপুল সম্ভাবনার হবিগঞ্জে শুরু হতে যাচ্ছে তরুণ-তরুণীদের হাতে কলমে ‘সাপ্লাইয়ার্স ও লিংকেজ’ শিল্পের ওপর ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা জানতে ও শিখতে পারবে কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। এখন থেকে প্রশিক্ষণার্থীরা উদ্যোক্তা হওয়ার জন্য ট্রেড লাইসেন্স, জয়েন্ট স্টক লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, টিআইএন রেজিস্ট্রেশনের ও বিভিন্ন ধরনের ইউটিলিটি সেবা বিনামূল্যে পাবে। উদ্যোক্তারা যে কোনো প্রয়োজনে ২৪ ঘন্টার অনলাইন প্লাটফর্ম ব্যবহারের সুযোগও নিতে পারবে। প্রতি ব্যাচে ২৫ জন করে আগামী ১৫ মাসে ৩৭৫ জন এই সুযোগটি নিতে পারবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১শ’ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। এ ছাড়াও রয়েছে যেকোনো প্রয়োজনে প্রশিক্ষণ পরবর্তী যোগাযোগ ও সেবা পাওয়ার নিশ্চয়তা ও আফটার কেয়ার সুবিধা। এ লক্ষ্যে ইতোমধ্যেই হবিগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। দেশব্যাপী এই কর্মসূচীর আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়। হবিগঞ্জ জেলার আগ্রহী তরুণ-তরুণীদের ফ্রি রেজিস্ট্রেশনের জন্য- ০১৭৪০২১২৭২২, ০১৭৩২৫৫৫৭২৩ ফোন করে অথবা িি.িবংফঢ়.মড়া.নফ ভিজিট করে অথবা হবিগঞ্জ অফিস- উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগ সহায়তা কেন্দ্র, ৩নং পুল, বহুলা রোড (হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর বিপরীতে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওপরের তলা) হবিগঞ্জ সরাসরি এসেও রেজিস্ট্রেশন করা যাবে। আসন সংখ্যা যেহেতু সীমিত তাই প্রকৃত উদ্যোক্তাদের দ্রুত যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।